খাদ্য তৈরির কাঁচামাল

খাদ্য তৈরির কাঁচামালের নাইট্রোজেন % দিয়ে খাদ্যের প্রোটিনের পরিমাণ নির্ণয় পদ্ধতি।

খাদ্য তৈরির কাঁচামালের নাইট্রোজেন % দিয়ে খাদ্যের প্রোটিনের পরিমাণ নির্ণয় পদ্ধতি আমাদের সকলের জানা থাকা দরকার। খাদ্যে প্রোটিনের ঘনত্ব নিশ্চিত করে মাছের সঠিক বৃদ্ধি ও চাষের সফলতা। তাই এক জন দক্ষ চাষি খাদ্য তৈরী বা ক্রয় করার আগে প্রোটিনের সঠিক ঘনত্ব সম্পর্কে জানতে চায়।

কাঁচামালের নাইট্রোজেন % দিয়ে খাদ্যের প্রোটিনের পরিমাণ নির্ণয় পদ্ধতি

এই পদ্ধতিতে প্রথমে কাঁচামালের নাইট্রোজেনের % সম্পর্কে জানতে হবে। কিছু ক্ষেত্রে কাঁচামালে নাইট্রোজেনের তারতম্য ঘটে। নাইট্রোজেনের পরিমন নির্ভর করে কাঁচামালের গুণগত মানের উপর। সেক্ষেত্রে কাঁচামালের বর্তমান নাইট্রোজেনের সঠিক পরিমান নির্ণয় করা প্রয়োজন। একটি ধ্রুব সংখ্যা (৬.২৫) দিয়ে কাঁচামালের নাইট্রোজেন % দিয়ে গুণ করে প্রোটিনের পরিমান নির্ণয় করা যায়।

খাদ্য তৈরির কাঁচামাল

১। ফিস মিল – নাইট্রোজেন ১০%×৬.২৫ = ৬২.৫% প্রোটিন।

২। মিট এন্ড বোন মিল- নাইট্রোজেন ৮%×৬.২৫= ৫০% প্রেটিন।

৩। সয়াবিন মিল – নাইট্রোজেন ৭%×৬.২৫= ৫৩.৭৫% প্রোটিন। ( কাঁচামালের মানের উপর প্রোটিন % নির্ভর করে)

৪। সরিষার খৈল – নাইট্রোজেন ৫.৮%×৬.২৫= ৩৬.২৬% প্রোটিন।

৫। রেপ সীড – নাইট্রোজেন ৫.৭৮%×৬.২৫= ৩৬.১২% প্রোটিন।

৬। ডি ও আর বি – নাইট্রোজেন ৩.০%×৬.২৫= ১৮.৭৫% প্রোটিন।

৭। চাউলের কুঁড়া – নাইট্রোজেন ২.৪%×৬.২৫= ১২.৫২% প্রোটিন।

৮। আটা – নাইট্রোজেন ২.৭৪%×৬.২৫= ১৬.১৩% প্রোটিন।

৯। ভূট্টা – নাইট্রোজেন ২.২৭%×৬.২৫= ১৪.১৮% প্রোটিন।

এখানে উন্নত কাঁচামালের নাইট্রোজেন % দিয়ে প্রোটিন % নির্ণয় করা হয়েছে।

নাইট্রোজেন কী?

নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় ধরনের দ্বিপরমাণুক গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তনের হিসাবে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০৯ শতাংশ।

লেখকঃ আলমগীর রহমান (জয় গ্রুপ)

আরো পড়ুনঃ মুরগির ফিড তৈরিঃ ব্রয়লার, লেয়ার, সোনালী ও দেশি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *