মুরগির ফিড তৈরি

মুরগির ফিড তৈরিঃ ব্রয়লার, লেয়ার, সোনালী ও দেশি

মুরগির ফিড তৈরি বর্তমান সময়ের একটি অন্যতম করণীয় কাজ। মুরগি পোষা আর সফল পোল্ট্রি খামারি হওয়া এক কথা না। একজন সফল পোল্ট্রি খামারি হতে হলে সেটা গৃহস্থলী মুরগি পালন দক্ষতা দিয়ে সম্ভব না। তাকে যেমনি যথাযথ মুরগি পালন বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে তেমনি খামারের প্রয়োজনীয় খাদ্য নিজেকেই তৈরি করতে হবে।

আসুন আমরা আমাদের ব্রয়লার, লেয়ার, সোনালী ও দেশি মুরগির জন্য আদর্শ খাদ্য নিজেরাই তৈরি করি। এটি খুব বেশি কঠিন কিছু না। পৃথিবীতে মুরগি পালন শুরু হওয়ার কটি কটি বছর পরে ফিড কোম্পাণিগুলো তৈরি হয়েছে।

মুরগির ফিড তৈরি

আপনি কি জানেন ফিড কোম্পানি কি কি উপকরণ দিয়ে আপনার আমার মুরগির জন্য খাদ্য তৈরি করে? হয়তো অনেকেই জানেন আবার অনেকেই মনে করেন আমাদের এটা জানার প্রোয়জন নেই।

মুরগির পুষ্টি ও মুরগির খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের সঠিক ধারনা থাকলে সনামধন্য কোম্পানির চেও ভালো ফিড আমরা খামারেই তৈরি করতে পারতাম। যেখান থেকে প্রতি ব্যাগ খাবার থেকে ৩৫০ থেকে ৫০০ টাকা সাশ্রয় করা যেত।

ফিড কোম্পাণি ও সংশ্লিষ্ট মহল কেউ আপনাকে এই প্রযুক্তি দেবে না। কেননা খামারিরা খাদ্য তৈরিতে দক্ষ হলে ফিডের ব্যবসা ক্ষতিগ্রস্থ হবে। যারা আগ্রহী তাদের পাশে আছে মিশকাত এগ্রিকালচার।

প্রাণি খাদ্য তৈরি নির্দেশিকা

মুরগির খাদ্য তৈরি করতে মুরগির জাত, বয়স ও ওজন ভেদে খাদ্য ও পুষ্টির চাহিদা জানতে হবে। কোন খাদ্য উপকরণে কতটুকু প্রোটিন, ফ্যাট, এনার্জি ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে এগুলো জানতে হবে। খাদ্য তৈরির নিয়ম জানতে হবে। ফিড এডিটিভ ও ফিড সাপ্লিমেন্ট কি এগুলো কেন ব্যবহার করতে হবে, কতটুকু ব্যবহার করতে হবে এগুলো জানতে হবে। তাহলেই একজন খামারি তার প্রাণির চাহিদা অনুযায়ী সঠিক নিউট্রেশনের খাদ্য ফরমুলেশন করতে পারবে এবং খাদ্য তৈরি করতে পারবে।

প্রাণি খাদ্য তৈরি নির্দেশিকা
বইটি ডাউনলোড করতে ক্লিক করুন

মুরগি পালন খামারিদের ভালো মানের খাদ্য তৈরি করতে যত রকম তথ্য ও নিয়ম জানা থাকা প্রয়োজন তার সবটুকুই রাখা হয়েছে এই ই-বুক টিতে। ই-বুক টি পড়ে বুঝতে সমস্যা হলে ওডিও বা ভিডিও কলের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। খাদ্য তৈরির উপকরণ সংগ্রহে সমস্যা হলে আমরা সেটা সরবরাহ করি। এই বইটি আপনার খামারের খাদ্য করচ কমাতে ও উন্নত খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সাহায্য করবে।

এনিমেল ফিড ফর্মুলেটর

ব্রয়লার, লেয়ার, সোনালী, মাছ বা গরুর খাদ্য সঠিক নিউট্রেশনে ও তুলনামুলক কম দামে তৈরি করতে এই ফর্মুলেটরের কোন বিকল্প নেই। আপনি যদি খাদ্য তৈরিতে সামান্য বা মোটামুটি ধানরা রাখেন তাহলে আমাদের ফিড ফর্মুলেটর (ফিড ফর্মুলেশন সফ্টওয়ার) টা সংগ্রহে রাখতে পারেন যেটা আপনার খামার লাইফের একটি বড় সম্পদ হয়ে থাকবে।

ফিড ফর্মুলেটর (Animal feed formulator)
ডাইনলোড করতে ক্লিক

আপনারা যারা গরুকে নিজেদের তৈরি খাবার দিচ্ছেন অথবা খাদ্য তৈরির কথা ভাবছেন তাদের জন্য এই পোস্ট।

আপনার তৈরিকৃত খাদ্যটিতে কোন কোন পুষ্টি কতটুকু থাকছে সেটি যদি আপনি নির্ভুল হিসাব করতে পারেন তাহলে আপনার দ্বারা একটি উৎকৃষ্ট মানের গো-খাদ্য তৈরি করা সম্ভব। আর যদি অনুমান নির্ভর খাদ্য তৈরি করেন তাহলে দিন শেষে ফলাফল শুন্য হওয়া সাভাবিক।

এবং যারা গরু মোটাতাজাকরণ ও গাভী গরুকে নিজের তৈরিকৃত খাদ্য খাওয়ানোর কথা ভাবছেন তাদের জন্যও একটি বড় চ্যালেন্জ হলো একটি সঠিক ফর্মুলেশন করা এবং এবং তার পুষ্টিগুণ এর এনালাইসিস জানা।

খাদ্য তৈরিতে ব্যবহৃত উপকরণের পুষ্টিগুণ ক্যালকুলেট করে খাদ্যের পুষ্টিগুণ বেরকরতে হয়। যেটা একজন সাধারণ খামারির দ্বারা সম্ভব না।

খামারির এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমি একটি ফিড ফর্মুলেটর বা ফিড ফর্মুলেশন ও এনালাইসিস সফ্টওয়ার এর সাথে পরিচয় করিয়ে দিতে পারবো। যেটা আপনার তুলনামুলক কম দামে সঠিক পুষ্টি সমৃদ্ধ খাদ্য তৈরিতে, তৈরিকৃত খাবারের এ টু জেড পুষ্টি এনালাইসিস করতে সাহায্য করবে। আগ্রহীগণ কমেন্ট করুন।

বই বা সফ্টওয়ারটি পেতে আমাদের সাথে যোগাযোগ করুন:

মোবাইল: ০১৭৫২৭২২৯৭৯

আরো পড়ুন: দুগ্ধজাত গরুতে শক্তির প্রয়োজনীয়তা

1 thought on “মুরগির ফিড তৈরিঃ ব্রয়লার, লেয়ার, সোনালী ও দেশি”

  1. আমি ই বুক গুলো সবগুলো নিতে চাচ্ছি, দয়াকরে সবগুলো একসাথে কতো টাকা প্রদান করতে হবে দয়াকরে জানলে উপক্তৃত হতাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *